রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

জিব্রীল আলাইহিস সালামের আসল আকৃতি

জিব্রীল আলাইহিস সালামের আসল আকৃতি


জিব্রীল আলাইহিস সালামের ছিল প্রবল মহাপরাক্রমশালী শক্তি এটি আসলে " মুতাশাবিহাত " এর অন্তরভুক্ত আল্লাহ ছাড়া সম্পর্কিত সঠিক তথ্য কারোর জানা নেই তবে থেকে এতটুকু কথা অবশ্যি জানা যায় যে , নিজের অসাধারণ ক্ষমতার দিক দিয়ে তিনি ফেরেশতাদের মধ্যেও বৈশিষ্টের অধিকারী মুসলিম শরীফে কিতাবুল ঈমানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই উক্তি উদ্ধৃত করেছেন : আমি দু ' বার জিব্রীলকে তার আসল আকৃতিতে দেখেছি তাঁর বিশাল সত্তা আকাশ পৃথিবীর মধ্যবর্তী সমগ্র মহাশূন্য জুড়ে বিস্তৃত ছিল বুখারী , মুসলিম , তিরমিযী মুসনাদে আহমদে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে , রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে 'টি ডানা সমন্নিত অবস্থায় দেখেছেন থেকে তাঁর অসাধারণ শক্তির বিষয়টি কিছুটা আন্দাজ করা যেতে পারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন