রবিবার, ৪ নভেম্বর, ২০১২

মিথ্যা সকল পাপের জননী



মিথ্যা সকল পাপের জননী


একবার রাসূল (সাঃ) এর কাছে এক ব্যক্তি উপস্থিত হয়ে বললঃ হে আল্লাহর রাসূল (সাঃ)! আমার মধ্যে তিনটি বদ অভ্যাস আছেঃ মিথ্যা বলা,চুরি করা ও মদ খাওয়া। আমি তিনটি বদ অভ্যাসই ছেড়ে দিতা চাই। কিন্তু একসাথে সব ক’টি ছাড়তে পারছি না। আমাকে এক একটি করে এগুলো পরিত্যাগ করার সুযোগ দিন এবং কোনটি আগে ত্যাগ করব, বলে দিন।

রাসূল (সাঃ) একটু চিন্তা করে বললেনঃ তুমি প্রথমে মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ কর । আর এই ত্যাগ করার ইয়পর বহাম আছ কিনা তা জানাবার জন্য মাঝে মাঝে আমার কাছে এসো।

সে এতে রাজী হয়ে চলে গেল এবনহ কোন অবস্থাতেই মিথ্যা বলবে না বলে দৃঢ় সংকল্প করল।

রাত্রে সে অভ্যাসমত  চুরি করতে বের হয়ে গেল। কেননা সে এটা বাদ দেয়ার ওয়াদা করেনি। কিন্তু কিছু দূর গেলেই তার মনে হল, রাসূল (সাঃ) এর কাছে দেখা করতে গেলে তিনি যদি চুরি করেছি কিনা জিজ্ঞেস করেন তাহলে? মিথ্যা তো বলা যাবে না। কাজেই সত্য বলে স্বীকারোক্তি দিতে হবে। আর তাহলে রাসূল (সাঃ) এর দরবারে অপমান তো সহ্য করতে হবে। অনেক ভেবে চিনতে সে ফিরে এল।চুরি করতে যাওয়া হলনা ।

এরপর সে মদ খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়ে তাতে মদ ঢালোল।কিন্তু মুখে নিতে গিয়ে আবার ঐ একই প্রশ্ন তার মনে উদিত হল। রাসূল (সাঃ) এর দরবারে তো আজ হোক কাল হোক যেতেই হবে। তিনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া চলছে কিনা? তাহলেকি জবাব দিব?? মিথ্যা তো বলা যাবে না। আর সত্য বললে অপমান । অতএব সে মদও ছেড়ে দিল।

এভাবে একমাত্র মিথ্যা ছেড়ে দিয়ে সে একে একে সব ক’টি চারিত্রিক দোষ থেকে মুক্তি পেল আর রাসূল (সাঃ) কে ধন্যবাদ দিল।

 রাসূল (সাঃ) সত্যিই বলেছেনঃ মিথ্যা হল সকল পাপের জননী

আসুন, আমরা মিথ্যা পরিত্যাগ করি।আমাদের উন্নতির জন্য এটাই যথেষ্ঠ। আল্লাহ আমাদের কবুল করুন। আমীন

(হাদীসের কিসসা-আকরাম ফারুক থেকে সংগৃহীত)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন