মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৩

ধনী ও গরিবের পরিচয়



ধনী ও গরিবের পরিচয়

একদিন এক ধনী পিতা তার ৮ বছরের সন্তান কে নিয়ে ঘুরতে বের হলেন। বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কি পরিমান দরিদ্র হতে পারে। তারা একটি গরিব পরিবারের Farm এ সময় কাটালেন। Farm থেকে বাড়ি ফিরার সময় বাবা ছেলে কে বললেন,"দেখলে তারা কি গরিব...
তাদের কাছ থেকে কি শিখলে??"

ছেলে জবাব দিল..."আমাদের ১ টি কুকুর...
...
তাদের ৪ টি। আমদের ১ টি ছোট Swimming Pool আছে ........ তাদের বিশাল নদী। আমাদের
রাতে বিভিন্ন ধরনের বাতি আলো দেয়... তাদের রাতে আলো দেয়ার জন্য আছে অসংখ্য তারা।
আমরা খাবার কিনি... তারা খাবার বানায়।
আমদেরকে Protect করার জন্য আছে ঘরের দেয়াল... তাদের Protect করার জন্য আছে তাদের অসংখ্য বন্ধু ও প্রতিবেশী।
আমদের আছে বিভিন্ন Famous লেখকের বই...
তাদের আছে
Quran ,Bible,Gita ...

ধন্যবাদ Dad, আমরা যে খুবই দরিদ্র তা আমাকে দেখানোর জন্য।"

MORAL : It's not about money that make us rich, it's about simplicity of having something that can't be judge by money or any price in our lives !


.................................ফেসবুক থেকে সংগৃহীত..........................................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন