শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৩

•••নামাজ এবং বউ•••




•••নামাজ এবং বউ••• 

•••গল্প -- ফজরের নামাজ পড়ার জন্য যেভাবে উঠতে পারেন •••

আমার স্ত্রীই সবসময় আমাকে ফজরের নামাজে ঘুম থেকে ডেকে দেয়। কিন্তু একবার তাঁর বোনের বিয়ের আয়োজন করতে সে মায়ের সাথে কয়েকদিন থাকে তাদের বাসায়।

এইসময়ে কীভাবে ফজরে উঠব সেটাই ছিল আমার দুঃশ্চিন্তার বিষয়। কারণ, বিয়ের পর তার ডাকেই আমি ফজরে ঘুম থেকে ঊঠতাম, একরকম  অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু এরো একটা সুন্দর সমাধান সে করে গেল...
...

সে তার এলার্ম ঘড়িটা বাথরুমে রেখে গেল, আর বলে গেল ঘুমানোর সময় বাথ্রুমের দরজাটা যেন খোলা থাকে। যখন এলার্মের সময় হয়ে যেত তখন সেটা বাজা শুরু করত আর তার প্রতিধ্বনি সম্পূর্ণ বাসা জুরে হত। আর যখন আমি সেই এলার্ম বন্ধ করতে যেতাম আমি নিজেকে আবিষ্কার করতাম বাথ্রুমের "বেসিনের" সামনে...

আর এরপর আমাকে অজু করতেই হত :)


.........................ফেসবুক থেকে সংগৃহীত..........................................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন