শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

আরাশ,উট ও আবু জেহেল



আরাশ,উট আবু জেহেল


একবার আরাশ গোত্রের একজন লোক কিছু উট নিয়ে মক্কায় এলো আবু জেহেল তার উটগুলো কিনে নিলো যখন সে দাম চাইলো তখন আবু জেহেল টালবাহানা করতে লাগলো আরাশী ব্যক্তি বিরক্ত হয়ে শেষ পর্যন্ত একদিন কা'বার হারামে কুরাইশ সরদারদেরকে ধরলো এবং প্রকাশ্য সমাবেশে ফরিয়াদ করতে থাকলো অন্যদিকে হারাম শরীফের অন্য প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে ছিলেন কুরাইশ সরদাররা তাকে বললো, "আমরা কিছুই করতে পারবো না দেখো, দিকে কোণে যে ব্যক্তি বসে আছে তাকে গিয়ে বলো সে তার কাছ থেকে তোমার টাকা আদায় করে দেবে"

আরাশী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে এগিয়ে যেতে লাগলো কুরাইশ সরদাররা পরস্পর বলতে লাগলো, "এবার মজা হবে"

আরাশী গিয়ে নবী করীমের (সা) কাছে নিজের অভিযোগ পেশ করলো, তিনি তখনই উঠে দাঁড়ালেন এবং তাকে নিয়ে আবু জেহেলের গৃহের দিকে রওয়ানা দিলেন সরদারর তাদের পেছনে একজন লোক পাঠিয়ে দিল আবু জেহেলের বাড়ীতে কি ঘটে তা সে সরদারদেরকে জানাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোজা আবু জেহেলের দরজায় পৌছে গেলেন এবং শিকল ধরে নাড়া দিলেন সে জিজ্ঞেস করলো "কে" তিনি জবাব দিলেন, "মুহাম্মাদ" সে অবাক হয়ে বাইরে বের হয়ে এলো তিনি তাকে বললেন, " ব্যক্তির পাওনা দিয়ে দাও" সে কোন দ্বিরুক্তি না করে ভেতরে চলে গেলো এবং উটের দাম এনে তার হাতে দিল অবস্থা দেখে কুরাইশদের প্রতিবেদক হারাম শরীফের দিকে দৌড়ে গেলো এবং সরদারদেরকে সমস্ত ঘট্না শুনাবার পর বললো, আল্লাহর কসম, আজ এমন বিস্ময়কর ব্যাপার দেখলাম, যা এর আগে কখনো দেখিনি হাকাম ইবনে হিশাম (অর্থাৎ আবু জেহেল) যখন গৃহ থেকে বের হয়ে মুহাম্মাদকে দেখলো তখনই তার চেহারার রং ফিকে হয়ে গেলো এবং যখন মুহাম্মাদ তাকে বললো, তার পাওনা দিয়ে দাও তখন এমন মনে হচ্ছিল যেন হাকাম ইবনে হিশামের দেহে প্রাণ নেই 
(
ইবনে হিশাম, খন্ড, ২৯-৩০ পৃঃ)

ছিল ব্যক্তিত্ব, চরিত্র কর্মকাণ্ডের প্রভাব আবার অন্যদিকে ছিল কালাম বাণীর প্রভাব, যাকে তারা যাদু মনে করতো এবং অজ্ঞ অনভিজ্ঞ লোকদেরকে বলে ভয় দেখাতো যে, লোকটির কাছে যেয়ো না, কাছে গেলেই তোমাদেরকে যাদু করে দেবে

মুহাম্মাদ ইবনে ইসহাক (মৃত্যু ১৫২ হিঃ) তাঁর সীরাত গ্রন্থে বর্ণনা করেছেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন