মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

সৎ লোকদের পুরুস্কার এবং জান্নাতের চিত্র



সৎ লোকদের পুরুস্কার এবং জান্নাতের চিত্র

সূরা আদ দাহর
) (বেহেশতে) নেককার লোকেরা   পানপাত্র থেকে এমন শরাব পান করবে যাতে কর্পূর পানি সংমিশ্রিত থাকবে৷
) এটি হবে একটি বহমান ঝর্ণা৷   আল্লাহর বান্দারা   যার পানির সাথে শরাব মিশিয়ে পান করবে এবং যেখানেই ইচ্ছা সহজেই তার শাখা-প্রশাখা বের করে নেবে৷ 
) এরা হবে সেসব লোক যারা (দুনিয়াতে )মানত পূরণ করে   সে দিনকে ভয় করে যার বিপদ সবখানে ছড়িয়ে থাকবে৷
) আর আল্লাহর মহব্বতে   মিসকীন,ইয়াতীম, এবং বন্দীকে    খাবার দান করে
) এবং (তাদেরকে বলে) আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই তোমাদের খেতে দিচ্ছি৷ আমরা তোমাদের কাছে এর কোন প্রতিদান বা কৃতজ্ঞতা   পেতে চাই না৷
১০) আমরা তো আমাদের রবের পক্ষ থেকে সেদিনের আযাবের ভয়ে ভীত, যা হবে কঠিন বিপদ ভরা অতিশয় দীর্ঘ দিন৷
১১) আল্লাহ তাআলা তাদেরকে সেদিনের অকল্যাণ থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা আনন্দ দান করবেন৷ 
১২) আর তাদের সবরের বিনিময়ে    তাদেরকে জান্নাত রেশমী পোশাক দান করবেন৷
১৩) তারা সেখানে উঁচু আসনের ওপরে হেলান দিয়ে বসবে৷ সেখানে রোদের উত্তাপ কিংবা শীতের তীব্রতা তাদের কষ্ট দেবে না  
১৪) জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের ওপর ঝুঁকে পড়ে ছায়া দিতে থাকবে ৷আর তার ফলরাজি সবসময় তাদের নাগালের মধ্যে থাকবে (তারা যেভাবে ইচ্ছা চয়ন করতে পারবে)  
১৫) তার সামনে রৌপ্য পাত্র    সচ্ছ কাঁচের পাত্রসমূহ পরিবেশিত হতে থাকবে ৷কাঁচ পাত্রও হবে রৌপ্য জাতীয় ধাতুর   
১৬) যা (জান্নাতের ব্যবস্থাপকরা) যথাযথ পরিমাণে পূর্ণ করে রাখবে৷  
১৭) সেখানে তাদের এমন সূরা পাত্র পান করানো হবে যাতে শুকনো আদার সংমিশ্রণ থাকবে  
১৮) এটি জান্নাতের একটি ঝর্ণা যা সালসাবীল নামে অভিহিত৷
১৯) তাদের সেবার জন্য এমন সব কিশোর বালক সদা তৎপর থাকবে যারা চিরদিনই কিশোর থাকবে৷ তুমি তাদের দেখলে মনে করবে যেন ছড়ানো ছিটানো মুক্তা৷  
২০) তুমি সেখানে যে দিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামত আর ভোগের উপকরণের সমাহার দেখতে পাবে এবং বিশাল সাম্রাজ্যের সাজ-সরঞ্জাম তোমাদের দৃষ্টিগোচর হবে৷  
২১) তাদের পরিধানে থাকবে মিহি রেশমের সবুজ পোশাক এবং মখমল সোনালী কিংখাবের বস্ত্ররাজি৷   আর তাদেরকে রৌপ্যের কঙ্কন পরানো হবে   আর তাদের রব তাদেরকে অতি পবিত্র শরাব পান করাবেন৷ 
২২) হচ্ছে তোমাদের জন্য প্রতিদান৷ কারণ, তোমাদের কাজ কর্ম মূল্যবান প্রমাণিত হয়েছে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন