রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

কিয়ামতের চিত্র-সূরা আন-নাযিয়াত


কিয়ামতের চিত্র-সূরা আন-নাযিয়াত

১) সেই ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে টানে
২) এবং খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায়৷
৩) আর (সেই ফেরেশতাদেরও যারা বিশ্বলোকে ) দ্রুত গতিতে সাঁতরে চলে,
৪) বারবার (হুকুম পালনের ব্যাপারে )সবেগে এগিয়ে যায়,
৫) এরপর (আল্লাহর হুকুম অনুয়াযী )সকল বিষয়ের কাজ পরিচালনা করে৷
৬) যেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে
৭) এবং তারপর আসবে আর একটি ধাক্কা৷
৮) কতক হৃদয় সেদিন ভয়ে কাঁপতে থাকবে৷
৯) দৃষ্টি হবে তাদের ভীতি বিহবল৷
১০) এরা বলে, “সত্যিই কি আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে ?
১১) পচা -গলা হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও ? ”
১২) বলতে থাকে তাহলে তো এ ফিরে আসা হবে বড়ই লোকসানের !
১৩) অথচ এটা শুধুমাত্র একটা বড় রকমের ধমক
১৪) এবং হঠাৎ তারা হাযির হবে একটি খোলা ময়দানে৷
৩৪) তারপর যখন মহাবিপর্যয় ঘটবে৷
৩৫) যেদিন মানুষ নিজে যা কিছু করেছে তা সব স্মরণ করবে
৩৬) এবং প্রত্যেক দর্শনকারীর সামনে জাহান্নাম খুলে ধরা হবে ,
৩৭) তখন যে ব্যক্তি সীমালংঘন করেছিল
৩৮) এবং দুনিয়ার জীবনকে বেশী ভালো মনে করে বেছে নিয়েছিল
৩৯) জাহান্নামই হবে তার ঠিকানা৷
৪০) আর যে ব্যক্তি নিজের রবের সামনে এসে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল
৪১) তার ঠিকানা হবে জান্নাত ৷
৪২) এরা তোমাকে জিজ্ঞেস করছে , সেই সময়টি ( কিয়ামত ) কখন আসবে ?
৪৩) সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি ?
৪৪) এর জ্ঞান তো আল্লাহ পর্যন্তই শেষ ৷
৪৫) তাঁর ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব ৷
৪৬) যেদিন এরা তা দেখে নেবে সেদিন এর অনুভব করবে যেন ( এরা দুনিয়ায় অথবা মৃত অবস্থায় ) একদিন বিকালে বা সকালে অবস্থান করছে মাত্র ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন