সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

প্রত্যেক মুসলিমদের জন্য হযরত মোহাম্মদ (সাঃ) এর ১১টি বিশেষ উপদেশ ।


প্রত্যেক মুসলিমদের জন্য হযরত মোহাম্মদ (সাঃ) এর ১১টি বিশেষ উপদেশ


. যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন কর
. যদি সবচেয়ে বড় আলেম হতে চা তবে তাকওয়া অর্জন কর
. যদি সবচেয়ে বেশী সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা বন্ধ করে দাও
. যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির কর
. যদি রিযিকের প্রশস্ততা চাও তবে সর্বদা ওজুর সাথে থাকার চেষ্টা কর
. যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা কর তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকো
. যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গুনাহমুক্ত উঠতে চাও তবে সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে নাও
. যদি কেয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও
. যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তবে আল্লাহর ফরজ বিষয়াদির প্রতি যত্নবান হও
১০. যদি জাহান্নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদাপদে সবর কর
১১. যদি আল্লাহ তায়ালার রাগ থেকে বাঁচতে চাও তবে গোপনে সদকা কর, আত্নীয়তা রক্ষা করে চলো এবং মানুষেরউপর রাগ করা ছেড়ে দাও

" হে আল্লাহ্ আমাদের সকল কে রাসূল (সাঃ) উপদেশ মেনে চলার তৌফিক দান করুন - আমিন"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন