বিনা পরিশ্রমের ব্যবসা
এক বূযূর্গের একটি ঘটনা আছে , - এক ব্যক্তি তাকে প্রায় গালি দিত । যতবার গালি দিত
-ততবার তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন । একদিন লোকটি ভাবলো তিনি তো আমার উপকার করছেন ।
সুতরাং তাকে গালি দেওয়া উচিৎ নয় । সে গালি দেওয়া বন্ধ করে দিল । সেই দিন থেকে বূযূর্গ তাকে টাকা পাঠানো বন্ধ করে দিল ।
লোকটি এর কারন জানতে চাইলে বূযূর্গ বলেন—
“ভাই ব্যবসায়ের তো এটাই নিয়ম । দিতে হবে এবং নিতে হবে ।
তুমি এতদিন আমাকে মাল দিয়েছো আমি তার বদলে টাকা দিয়েছি ।
এখন তুমি দেওয়া বন্ধ করে দিয়েছো তাই আমিও দেওয়া বন্ধ করে দিয়েছি”।
লোকটি বললো, কৈ – আমি তো কখনও আপনাকে কোনো কিছু দিতাম না ।
বূযূর্গ বললেন , - তুমি যতদিন আমাকে গালি দিয়েছো ততদিন তোমার এবাদতের সওয়াব আমি পেতাম । বিনা পরিশ্রমে আমার অনেক সওয়াব জমা হতো । এখন তুমি গালি বন্ধ করে দিয়েছ ফলে আমার আর সেই উপকার হয় না ।
তাই আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন