আমীর সাইফুদ্দীনের কাছে লিখা গাজী সালাহউদ্দীন আইয়্যুবীর
চিঠি........
"তোমরা বেঈমানি করে খ্রিষ্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছো। একবারও কি ভেবে দেখেছো তোমাদের এই ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে?
যদি আমাকেই ঈর্ষা করো,যদি আমিই তোমাদের শত্রু হয়ে থাকি,মেরে ফেলো আমায়।
দু'বার সে চেষ্টাও করেছ। সফল হওনি, আবার না হয় চেষ্টা করে দেখ।এবার সফল হলে হতেও পার।
যদি নিশ্চয়তা দিতে পার, আমাকে হত্যা করলে ইসলাম আরো গৌরবোজ্জ্বল হবে,তবে আমার মাথা কেটে তোমাদর পায়ের কাছে রেখে দিতে বলব।
মনে রেখো অমুসলিম কখনো মুসলিমের বন্ধু হতে পারেনা। ইতিহাস এর সাক্ষী।
ফ্রান্সের সম্রাট রিনাল্ট ও ত্রিপোলীর সম্রাট রিমান্ডের মতোখ্রিষ্টান শাসককে সাহায্য করেছোবলে তোমরা আজ ওদের বন্ধু।
ওরা সফল হলে ওদের প্রথম শিকার হবে তোমরাই। এরপর পৃথিবীর বুক থেকে ইসলামের নামও মুছে যাবে।
বন্ধু,একটি কথা স্মরণ করিয়ে দেওয়া আমি আমার কর্তব্য বলে মনে করি। মনে রেখো, তোমরা যোদ্ধা জাতির সন্তান।
সৈন্য হওয়া তোমাদের জাতীয় পেশা।
প্রতিটি মুসলমানই আল্লাহর একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তার জন্য শর্ত কেবল ঈমান ও সৎ কাজ।
খাঁচায় বন্দীপাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজ। নারী আর মদের মাঝে খোঁজ জীবনের মানে।
কিন্তু জানোনা সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা।
অনুরোধ করি, আমার সাথে সহযোগিতা করো । জিহাদে শরীক হও, না হলে কমপক্ষে বিরোধিতা করোনা।
আমি তোমাদের কোন শাস্তি দেবো না।আল্লাহ তোমাদের ক্ষমা করুন।"
______সালাহউদ্দ ীন আইয়্যুবী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন