বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

জাহান্নামের কথা স্মরণ


 জাহান্নামের কথা স্মরণ

হযরত আয়েশা রাএকবার জাহান্নামের কথা স্মরণ
করে কাঁদলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ‘কাঁদছ কেন?’
তিনি বললেন, ‘জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি
আপনাদের কিকিয়ামতের দিন নিজেদের পরিবার-পরিজনের
কথা মনেথাকবে?’

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তিনটি সময় এমন হবেযখনকেউ কাউকে মনে করবে না .
আমল ওজনের সময়যতক্ষণ না জানা যাবেতার (নেক)
আমলের পাল্লা ভারি হচ্ছে না হালকা হচ্ছে .
আমলনামা দেওয়ার সময়যখন ঘোষণাকরা হবেএসো,
আমলনামা পড়ে দেখযতক্ষণ না নিশ্চিত হবে যেতার
আমলনামা ডান হাতে আসছেনাকি বাম হাতেনাকি পিঠের
পিছন দিকেপুলসিরাতে যখন তা জাহান্নামের
সামনে বিছানো হবে

-
সুনানে আবু দাউদ /৬৫৪







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন