হযরত মূসা (আঃ)এর মুজিযা সমূহঃ
হযরত মূসা (আঃ)এর নয়টি মুজিযা হচ্ছে:
(১) লাঠি, যা সাপে পরিণতি হতো ।
(২) সাদা হাত ও যা বগলের ভেতর থেকে বের করার পর সূর্যের মতো চমকাতে থাকতো ।
(৩) যাদুকরদের যাদুকে প্রকাশ্য জনসমক্ষে পরভূত করা ।
(৪) এক ঘোষণা অনুযায়ী সারা দেশ দুর্ভিক্ষ কবলিত হওয়া এবং তারপর একের পর এক
(৫) তুফান,
(৬) পংগপাল,
(৭) শস্যকীট,

(৯) রক্তের আপদ নাযিল হওয়া ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন