অন্ধ সাহাবী হযরত ইবনে উম্মে
মাকতূম ( রা) -Gi কাহিনী

এমন সময় ইবনে উম্মে মাকতূম (রা) নামক একজন অন্ধ তাঁর খেদমতে হাজির
হলেন এবং তাঁর কাছে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাইলেন। তার এই প্রশ্নে
সরদারদের সাথ আলাপে বাধা সৃষ্টি হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরক্ত
হলেন।
তিনি তার কথায় কান দিলেন না। এই ঘটনায় আল্লাহর পক্ষ থেকে সূরা আবাসা নাযিল হয়। হযরত ইবনে উম্মে মাকতূম ( রা) একেবারেই প্রথম দিকে ইসলাম
গ্রহণকারীদের একজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন